উত্তরপ্রদেশের নয়ডা হাটে আজ শুরু হয়েছে সরস আজীবিকা মেলা। গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি এর উদ্বোধন করে বলেন, সরস আজীবিকা শুধুমাত্র মেলা নয়, লাখপতি দিদিদের জীবনে এ এক নতুন বিপ্লবের সূচনা করেছে। মন্ত্রী বলেন, এই মেলার মাধ্যমে গৃহিণীরা হয়ে উঠেছেন উদ্যোগপতিও। মহিলারাই এখন দেশের অগ্রগতিতে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, লাখপতি দিদির পণ্য আন্তর্জাতিক বাজারেও পৌঁছে যাবে।
উল্লেখ্য, এই বছর মেলার থিম, রপ্তানি সংক্রান্ত সম্ভাবনার বিকাশে লাখপতি স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের ভূমিকা। বিভিন্ন রাজ্যের ৩০টি স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় অংশ নিয়েছে। এই গোষ্ঠীগুলির উৎপাদিত তাঁত, হস্তশিল্প এবং প্রাকৃতিক খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য ২০০টি স্টল রয়েছে এই মেলায়।