উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরনো পাঠক্রমে অকৃতকার্য হলেও সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। আগামী বছর থেকে নতুন পাঠক্রম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়াও কোনও পরীক্ষার্থী টেস্ট পরীক্ষা পাশ না করলেও তারা চাইলে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসার সুযোগ পাবে। এর পাশাপাশি পুরনো পদ্ধতিতেও পরীক্ষা দেওয়ার রাস্তা খোলা থাকবে অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছে। ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে এর জন্য আবেদন জানাতে পারবে পড়ুয়ারা।
উল্লেখ্য, গত বছর থেকে উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে।