ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউরোপের নিরাপত্তা জোরদার করতে এবং ইউক্রেনকে যথাযথভাবে সুরক্ষিত রাখার জন্য গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ জরুরি বৈঠক করেন। ইউ এর ২৭ টি দেশের নেতৃবৃন্দ তাদের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি মজবুত করা এবং ইউক্রেনকে সাহায্য দান অব্যাহত রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। মহাদেশের সুরক্ষা নিশ্চিত করতে তারা একযোগে কাজ করতে সহমতে পৌঁছেছেন। ব্রাসেলসে ওই বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির
জেলেন্সকি , ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা এবং ফরাসী রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাঁক্রো প্রমুখ।