আর্জেন্টিনার বুয়েনস এয়ারেসে ISSF বিশ্বকাপ ২০২৫-এ মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো পেয়েছেন ভারতের আর্য বোরসে ও রুদ্রাঙ্কস পাতিল। গতকাল ফাইনালে চিনের ওয়াং জিফেই ও সং বুহানের কাছে ১৭-৯ ব্যবধানে পরাজিত হন এই ভারতীয় জুটি।
এই নিয়ে ভারত চারটি সোনা, দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ সহ সাতটি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থান রয়েছে চীনের দখলে। প্রতিযোগিতার আজ শেষ দিন।
Site Admin | April 10, 2025 8:02 AM
আর্জেন্টিনার বুয়েনস এয়ারেসে ISSF বিশ্বকাপ ২০২৫-এ মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো পেয়েছেন ভারতের আর্য বোরসে ও রুদ্রাঙ্কস পাতিল।
