মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 12, 2025 8:29 AM

printer

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন ISSF বিশ্বকাপ ২০২৫-এর প্রথম পর্বে ভারত চিনের পরে দ্বিতীয় স্থানে শেষ করেছে।

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন ISSF বিশ্বকাপ ২০২৫-এর প্রথম পর্বে ভারত চিনের পরে দ্বিতীয় স্থানে শেষ করেছে। ভারত মোট ৮টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে ৪টি সোনা, ২টি রূপো এবং ২টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার শেষ দিনে, সৌরভ চৌধুরী এবং সুরুচি সিং-এর জুটি স্বদেশী মনু ভাকের এবং রবীন্দ্র সিংকে ১৬-৮ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। ভারতের অন্যান্য পদকজয়ীদের মধ্যে রয়েছেন সিফ্ট কৌর সামরা, রুদ্রাক্ষ পাতিল, সুরুচি সিং, বিজয়বীর সিধু, ইশা সিং, চেইন সিং এবং আর্য বোর্সে ও রুদ্রাক্ষ পাতিলের জুটি। আইএসএসএফ বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় পর্ব আগামীকাল পেরুর লিমায় শুরু হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন