আফ্রিকার দক্ষিণাংশের দেশ বোতসোয়ানায় ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে ভারত মানবিক সহায়তা পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে প্রথম পর্যায়ে প্রায় ১০ টন ওজনের সহায়তা সেদেশে পাঠানো হয়েছে। এতে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম, মশারি এবং জল পরিশোধক যন্ত্র।
এদিকে, কিরিবাতির স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সেখানেও মানবিক সহায়তা পাঠানো হয়েছে। আজ মুন্দ্রা বন্দর থেকে ৬-শয্যা বিশিষ্ট কন্টেইনার ভিত্তিক ডায়ালিসিস ইউনিট কিরিবাতির তারাওয়ায় পাঠানো হয়েছে।