আন্তর্জাতিক নারী দিবসের আগে নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আকাশবাণী কলকাতা। ‘শক্তিরূপেণ- অন্তর্নিহিতশক্তিমুক্তি’ শীর্ষক এই অনুষ্ঠানে গতকাল অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েরছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিরা, নাটক থিয়েটার গ্রুপের সদস্যরা।
এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা চক্রে নিজের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে নারীকেই সক্রিয় হতে হবে এবং নিজের আত্মমর্যাদা বোধকে জাগিয়ে তুলতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে চিত্রপরিচালক ও অভিনেতা সুদেষ্ণা রায় বলেন, যে যেকাজেই যুক্ত থাকুন প্রতিটি ক্ষেত্রেই সমান মর্যাদা আছে ভেবে কাজ করলে হীনম্মন্যতায় ভুগতে হবে না।
অন্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামী, অধ্যাপক সবুজকলি সেন ও নৃত্যশিল্পী অলকানন্দা রায়। আলোচনা শেষে প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নেন উপস্থিত সকলেই।
আকাশবাণী কলকাতার, ডেপুটিডিরেক্টর (প্রোগ্রাম) ড. মৌসুমি চট্টোপাধ্যায় বলেন, “মহিলাদের ক্ষমতায়ন শুধু বাধা ভাঙার বিষয় নয়, এটি সুযোগ তৈরি, নিরাপত্তা নিশ্চিত করার বিষয়। আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ, শুভায়ন বালা অতিথিদের স্বাগত জানান।