আজ জনঔষধি দিবস। এসংক্রান্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশে দিনটি পালন করা হয়। সঠিক গুণমানের জেনেরিক ওষুধ ন্যায্য মূল্যে সাধারণের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে প্রধানমন্ত্রী, ভারতীয় জন ঔষধি পরিযোজনা চালু হয় ২০০৮ সালের নভেম্বর মাসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে বলেছেন, সুস্থ ভারত গঠনে মানুষকে উচ্চমানের ও স্বাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, উন্নত মানের ওষুধ সাশ্রয়ী মূল্যে দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাচ্ছে। হৃদরোগের চিকিৎসা এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ কমেছে। এছাড়াও মাত্র এক টাকায় প্রতিপ্যাড জন ঔষধি সুবিধা, স্যানিটারি ন্যাপকিন, সকলের জন্য মাসিক স্বাস্থ্যবিধি সহজলভ্য করে তুলেছে।
জনৌষধী দিবসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, বর্তমানে দেশে ১৫ হাজারের বেশি জনৌষধী কেন্দ্র সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে ১০ লক্ষের বেশি মানুষের কাছে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সঞ্চয় হয়েছে, ৩০ হাজার কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধী পরিযোজনায় দেশের স্বাস্হ্য সুরক্ষা ব্যবস্হা আমূল পরিবর্তন ঘটেছে।
শ্রী নাড্ডা বলেন, জনৌষধী কেন্দ্রগুলিতে ২০৪৭ রকমের ওষুধ এবং ৩০০-র মতো সার্জিকেল পণ্য পাওয়া যায়। আগামী ২ বছরের মধ্যে দেশে জনৌষধী কেন্দ্রের সংখ্যা ২৫ হাজারে নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য।