আজ জন ঔষধি দিবস। এসংক্রান্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশে দিনটি পালন করা হয়। সঠিক গুণমানের জেনেরিক ওষুধ ন্যায্য মূল্যে সাধারণের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে প্রধানমন্ত্রী, ভারতীয় জন ঔষধি পরিযোজনা চালু হয় ২০০৮ সালের নভেম্বর মাসে।
রাসায়নিক এবং সার মন্ত্রক সারা দেশে সপ্তাহব্যাপী এই উদ্যোগের সহায়তায় নানা কর্মসূচী গ্রহণ করেছে।