অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট চার লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছে। সম্মেলনে দ্বিতীয় তথা শেষ দিনে আজ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সমাপ্তি ভাষণে তিনি
এই সম্মেলনকে দারুণ সফল বলে উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তর ২৪ পরগনার অশোকনগরে তেল ও গ্যাস উত্তোলনের জন্য ভারতের খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস নিগম – ওএনজিসিকে এক টাকার বিনিময়ে ৫০ একর জমি দেওয়া হচ্ছে।
সরকার এবং বিভিন্ন সংস্থার মধ্যে সম্মেলনে ১ হাজার ২০০-র বেশি মউ এবং লেটার অফ ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছে।
উল্লেখ্য, কুড়িটি দেশ থেকে পাঁচ হাজারের বেশি প্রতিনিধি দু-দিনের সম্মেলনে অংশ নেন।
আজ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে একাধিক বৈঠকে দীর্ঘ আলোচনা চলে। আন্তর্জাতিক বিনিয়োগ প্রসঙ্গে বিভিন্ন দেশের শিল্পপতিদের সঙ্গে কথা বলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী নিজে সম্মেলনে যোগ দেওয়া পাঁচটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
Site Admin | February 6, 2025 8:23 PM
অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট চার লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। নিউটাউনে আজ সমাপ্তি ভাষণে তিনি এই সম্মেলনকে দারুণ সফল বলে উল্লেখ করেন।
