অমৃতসরে ভারত পাকিস্তান সীমান্তে গতকাল BSF-এর গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী মারা পড়েছে। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, রক্ষীরা সীমান্ত বেড়ার কাছে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাকে আটকানোর চেষ্টা করলে, সে দৌড়াতে শুরু করে। তার আক্রমণাত্মক হাবভাব দেখে BSF গুলি চালায়।
গত বুধবার’ও পাঠানকোটে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এক পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয় BSF-এর গুলিতে।