রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে সাইবার প্রতারণার একটি চক্র ভেঙে দিয়েছে। বীরভূম, আসানসোল সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে পাকড়াও করা হয়েছে ৪৬ জনকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক সংস্থার নাম করে প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট, চাকরী দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ আসছিল। এরপরই রাজ্য পুলিশ অপারেশন সাইবার শক্তি অভিযান শুরু করে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এপর্যন্ত নগদ সাড়ে চার লক্ষ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত হয়েছে। ধৃতরা সকলেই জামতারা গ্যাং-এর সঙ্গে যুক্ত বলে তিনি জানান।
আগামীদিনেও অভিযান চলবে বলে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন।
Site Admin | February 13, 2025 9:20 PM
অপারেশন সাইবার শক্তি অভিযানের মাধ্যমে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ৪৬ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা।
