বিদেশ মন্ত্রক আজ জানিয়েছে, মার্কিন অর্থ সাহায্য সম্পর্কে সাম্প্রতিক বিবৃতি চিন্তাজনক এবং এর দরুন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সংশ্লিষ্ট দপ্তর এবং এজেন্সি গুলি বিষয়টি খতিয়ে দেখছে। মার্কিন অর্থ সাহায্য সম্পর্কে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের তিনি জবাব দিচ্ছিলেন।
এদিকে, ভারত, ভিন দেশী পড়ুয়াদের সুরক্ষা, নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় বলে বিদেশ শ্রী জয়সওয়াল জানান। তিনি বলেন, এক নেপালি ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক ওড়িশা সরকার এবং KIIT কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এই ঘটনায় রাজ্য পুলিশ মূল অভিযুক্ত সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মন্ত্রকের পক্ষ থেকে নেপাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে শ্রী জয়সওয়াল জানান।