UPSC-কে, পরীক্ষার্থীদের পরিচয় যাচাই-এ আধার ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। তবে, এই যাচাই বাধ্যতামূলক নয়। রেজিস্ট্রেশনের সময়, পরীক্ষার বিভিন্ন স্তরে এবং নিয়োগের সময় UPSC, আধারের ভিত্তিতে প্রার্থীদের তথ্য যাচাই করতে পারবে। পুজা খেরকর বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। পরিচয় জাল করে বারবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসার অভিযোগে পুজা খেরকরের IAS প্রার্থীপদ বাতিল করা হয়। ভবিষ্যতে আর কখনো সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারবেন না তিনি।
Site Admin | August 29, 2024 2:09 PM