মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 3, 2024 11:32 AM

printer

RG KAR হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মেয়ের নৃশংস খুনের ঘটনায় বিচার চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ দেশের বিশিষ্টদের কাছে চিঠি লিখেছেন নির্যাতিতার মা।

RG KAR হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মেয়ের নৃশংস খুনের ঘটনায় বিচার চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ দেশের বিশিষ্টদের কাছে চিঠি লিখেছেন নির্যাতিতার মা। গোটা ঘটনার বিবরণ দিয়ে তিনি লিখেছেন, মৃত্যুর কথা জেনে হাসপাতালে পৌঁছনোর পর মেয়েকে একবার দেখার জন্য হাতে-পায়ে ধরা হলেও, ফরেন্সিক তদন্তের নাম করে তাঁদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কেউ ঘটনা নিয়ে আলোচনা করেনি বলে তাঁদের অভিযোগ। যখন শেষমেশ ঘটনাস্থলে পৌঁছলে, সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে গোটা বিষয়টা সাজানো বলে তাঁদের মনে হয়েছিল। কারণ ওই পৈশাচিক ঘটনা ঘটার পর সবকিছু একইরকম থাকতে পারে না। কলকাতা পুলিশের পক্ষ থেকে অকুস্থলের ৪০ ফুট এলাকা ঘিরে রাখার যে দাবী করা হয়েছে, তা’ও চিঠিতে খারিজ করে দেন তিনি। এমনকি, তদন্তের স্বার্থে দেহ রেখে দেওয়ার চেষ্টা চললেও, পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তায় তা’ সম্ভব হয়নি বলে নির্যাতিতার মা চিঠিতে দাবী করেন। পরে অবশ্য পুলিশের কাছ থেকে সেই তৎপরতা লক্ষ্য করা যায়নি। তিনি আরো জানান, বাইরের কেউ এসে এতো বড় ঘটনা ঘটাতে পারেনা। এক্ষেত্রে দুর্বৃত্তরা হাসপাতালের’ই লোক এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দোষীদের কঠোরতম সাজার বন্দোবস্ত করার জন্য কাতর প্রার্থনা জানিয়েছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন