মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 28, 2025 8:47 PM

printer

RG KAR মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী PGT চিকিৎসককে গণধর্ষণ নয়, ধর্ষণ করা হয়েছিল বলে CBI জানিয়েছে।

RG KAR মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী PGT চিকিৎসককে গণধর্ষণ নয়, ধর্ষণ করা হয়েছিল বলে, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI জানিয়েছে। আজ তারা কলকাতা হাইকোর্টে এই মামলার স্টেটাস রিপোর্ট জমা দেয়। মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা দেন CBI-এর আইনজীবী রাজদীপ মজুমদার। তদন্তকারী সংস্থার পক্ষে জানানো হয়, অকুস্থলে যে নমুনা পাওয়া গিয়েছিল, পরীক্ষার পর একজন পুরুষের সঙ্গেই তার মিল পাওয়া গেছে।
এদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এই মামলায় কতজনের বয়ান নেওয়া হয়েছে, ময়নাতদন্ত ও ইনকোয়েস্ট রিপোর্টে কি উল্লেখ করা হয়েছিল, CBI-এর কাছে তা’ জানতে চেয়েছেন। পরবর্তী শুনানির দিন, যাদের বয়ান নথিবদ্ধ করা হয়েছে, তাঁদের নামের তালিকা এবং কখন বয়ান নেওয়া হয়েছিল, আদালতে তা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। CBI-এর কেন এই তদন্তে এতো সময় লাগছে, সে ব্যাপারেও আগামী শুনানিতে রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে এই খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ কতদূর পর্যন্ত তদন্ত করেছিল সেই কেস ডাইরি’ও সিবিআইকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।
আদালতের বাইরে নির্যাতিতার আইনজীবী শামিম আহমেদ বলেন, এই মামলায় যে আরো বিস্তারিত তদন্তের প্রয়োজন, আদালত আজ তা’ জানিয়েছে।
পরে নির্যাতিতার মাও সাংবাদিকদের বলেন, CBI দ্রুত তদন্ত শেষ করুক, তাঁরা সেটাই চান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন