RG KAR কান্ডে কলকাতা পুলিশের সি পি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্টে’র লালবাজার অভিযানকে ঘিরে আন্দোলন এখনো চলছে। গতকাল দুপুর ৩’টেয় কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে মিছিল ফিয়ার্স লেনে আসতেই পুলিশ তাঁদের আটকে দেয়। শুরু হয় বাদানুবাদ। পুলিশের শীর্ষ আধিকারিকরা বেশ কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে এসে কথা বললেও, ডাক্তাররা তাঁদের দাবিতে অনড় থাকেন। রাস্তায় বসে পড়ে প্রতীকী মেরুদন্ড নিয়ে শুরু হয় বিক্ষোভ। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই আরো জোরালো হয় এই দাবী। সংগঠনের পক্ষ থেকে অনিকেত মাহাতো জানিয়েছেন, দাবী পূরণ না হলে আন্দোলন চলবে। জুনিয়ার ডাক্তারদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল। রাতে অভিনয় জগতের বিশিষ্ট জনরাও এই কর্মসূচীতে যোগ দেন। যাদবপুর এইট বি-র সামনে চলা বিক্ষোভ কর্মসূচীতে থাকা একাংশ’ও ডাক্তারদের এই আন্দলনে সামিল হন।
এদিকে, বামফ্রন্টের পক্ষ থেকে আজ মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল তিনটেয় রাধা বাজার থেকে RG KAR যাবে একটি মিছিল। এছাড়াও, দিকে দিকে রাজনৈতিক, অরাজনৈতিক, নাগরিক বিভিন্ন সংগঠন আজ’ও এই ঘটনার বিচার চেয়ে পথে নামবে।