RBI জানিয়েছে, ২০২৪ এর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত হিসেবে, দেশে মোট ৬,৬৯১ কোটি টাকা মূল্যের, ২০০০ টাকার নোট বাজারে রয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ২০২৩-এর মে মাসে বাজারে থাকা ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা মূল্যের ৯৮.১২% নোটই ফিরে এসেছে। ২০২৩ এর ১৯ শে মে RBI, ২০০০ টাকা মূল্যের ব্যাংক নোট ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল এবং নাগরিকদের ৭ই অক্টোবরের মধ্যে যেকোনো ব্যাংক থেকে ওই মূল্যের নোট জমা দিয়ে সমমূল্যের অন্য নোট নেওয়ার আবেদন জানিয়েছিল।
Site Admin | January 3, 2025 10:48 AM