ভারতের বেসরকারী কোম্পানিগুলি ২০২৩-২৪ অর্থবর্ষে আরো বেশী মুনাফা করেছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বেসরকারী কোম্পানিগুলি যে শুধুমাত্র মুনাফা বাড়িয়েছে তাই নয়, তাদের ঋণের বোঝাও অনেকটাই কমেছে। কোম্পানিগুলির মুনাফা বৃদ্ধির হার গত বছরের ৪.২% থেকে বেড়ে ১৫.৩%-এ পৌঁছেছে। উৎপাদন ক্ষেত্রে মুনাফার হার ১৩.৩% এবং পরিষেবা ক্ষেত্রে এই বৃদ্ধি ৩৮. ১% হয়েছে। তাদের ঋণ পরিশোধের হারও বেড়েছে বলে রিজার্ভ ব্যাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।
Site Admin | February 25, 2025 1:01 PM | @airnews_kolkata | @AkashvaniSangbadKolkata
RBI-এর এক প্রতিবেদনে, ভারতের বেসরকারী কোম্পানিগুলি ২০২৩-২৪ অর্থবর্ষে আরো বেশী মুনাফা করেছে
