প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে NXT কনক্লেভ-এ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে একটি বেসরকারি চ্যানেল- নিউজ এক্স ওয়ার্ল্ড-এর সূচনা হবে।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ITB নেটওয়ার্ক অ্যান্ড ফাউন্ডেশনকে বিবিধ ক্ষেত্রে মানুষকে এই কনক্লেভে আনার জন্য সাধুবাদ দিয়েছেন। এটি কাঙ্খিত সাফল্য পাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।