প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বোরো শান্তি চুক্তি শুধুমাত্র যে বোরো সম্প্রদায়কেই বিশেষ ভাবে উপকৃত করেছে তাই নয়, আরও অনেক শান্তি চুক্তির পথও প্রশস্ত করেছে এটি। তিনি আজ সন্ধ্যায় নতুন দিল্লীতে প্রথম বোরো ল্যান্ড মহোৎসবের সূচনা করে বলেন, এই শান্তি চুক্তির জন্যে শুধুমাত্র অসমে ই ১০ হাজারের বেশী যুবক অস্ত্র ও হিংসার পথ পরিহার করে মূল স্রোতে ফিরে এসেছেন। বোরো ল্যানডের উন্নয়নে কেন্দ্র দেড় হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ এর বন্দোবস্ত করেছে,অসম সরকার ও বিশেষ উন্নয়ন মূলক প্যাকেজ দিচ্ছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, বোরো ল্যানডের শিক্ষা , স্বাস্থ্য ও সংস্কৃতি সংক্রান্ত পরিকাঠামর বিকাশে ৭০০ কোটি টাকার ও বেশী খরচ করা হয়েছে। প্রায় ৫০ বছর ধরে হিন্সা ও রক্তক্ষয়ী সংঘর্ষে দীর্ণ বোরো ল্যানড যেভাবে বিকাশের পথে এগিয়ে চলেছে, তা দেখে তিনি সন্তোষ লাভ করেছেন বলেও শ্রী মোদী জানান।
নকশালপন্থীদের তিনি বোরো জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে হিংসার পথ পরিহার করার আহ্বান জানান।