পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নৌসেরা সেক্টরে এক সভায় গতকাল শুক্রবারের প্রার্থনা চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে এক শীর্ষ স্থানীয় ধর্মগুরু ও ৬ প্রার্থনাকারীর মৃত্যু হয়েছে। আহত আরো ১৮জন। পবিত্র রমজান মাস শুরু হবার আগেই এই হামলা। ঐ প্রদেশের মুখ্য সচিব শাহাব আলী শাহ জানিয়েছেন, বিস্ফোরণে জামাত ই উলেমা ইসলামের প্রধান হামিদুল হক হাক্কানির মৃত্যু হয়েছে। তিনিই এই হামলার মূল লক্ষ্য ছিলেন বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
Site Admin | March 1, 2025 9:56 AM
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে ৭জনের মৃত্যু হয়েছে
