মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 1, 2024 2:33 PM

printer

NEET UG-তে বাড়তি নম্বর বাতিল হওয়া পড়ুয়াদের দ্বিতীয়বারের পরীক্ষার ফল প্রকাশ করেছে এনটিএ।

ডাক্তারির স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা-NEET UG-তে বাড়তি নম্বর বাতিল হওয়া পড়ুয়াদের দ্বিতীয়বারের পরীক্ষার ফল প্রকাশ করেছে এনটিএ। এর প্রেক্ষিতে সংশোধন করা হয়েছে তাঁদের র‍্যাঙ্কও। exams.nta.ac.in-এই ওয়েবসাইটে নতুন স্কোরকার্ড দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই নিটের রেজাল্ট বের হয়।  এরপরই একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষাকেন্দ্রে সময় কম পাওয়ায় ১ হাজার ৫৬৩ জনকে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল। পরে এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, বাড়তি নম্বর বাতিল করে তাঁদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।  তবে পরীক্ষায় বসতে না চাইলে গ্রেস মার্কস বাদ দিয়ে নম্বর মেনে নিতে হবে। এরপর ২৩শে জুন পুনরায় পরীক্ষা নেয় এনটিএ। ৮১৩ জন পরীক্ষার্থী ফের পরীক্ষায় বসেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন