ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা #NEET-ইউজি কেলেঙ্কারি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ।
ধৃত সঞ্জয় যাদবকে গতকাল আদালতে তোলা হলে ২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। লাতুরের শিবাজিনগর থানায় মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ জুন গ্রেপ্তার হন লাতুর জেলা পরিষদ স্কুলের শিক্ষক জলিল খান পাঠান।
অভিযুক্ত সঞ্জয় ও জলিল খানের মোবাইলে ১২ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে বলে খবর। পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রলোভন দেখিয়ে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে তারা টাকা দাবি করছিলেন বলে অভিযোগ।