NASAর দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বেরি উইলমোর তাদের মহাকাশযান স্পেস এক্স সমেত আগামী ২০২৫ এর ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসবেন। প্রকৃতপক্ষে ৮ দিনের অভিযানে গেলেও তাদের মহাকাশযান বোয়িং স্টার লাইনার এ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাদের, কক্ষপথে প্রায় আট মাস কাটাতে হবে। স্টার লাইনারটি ক্রু সদস্যদের না নিয়ে পৃথিবীতে ফিরে আসবে বলে নাসা ঘোষণা করেছিল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার পথে মহাকাশযানটিতে হিলিয়াম লিক করা , থ্রাস্টারগুলি বিকল হওয়া সহ বেশ কিছু সমস্যা দেখা দেয়। বোয়িং এবং নাসার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা স্টার লাইনারের প্রযুক্তিগত ত্রুটি গুলি সারিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন এবং মহাকাশচারীদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।
Site Admin | August 25, 2024 1:33 PM