ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO লাদাখের লেহ-তে দেশের প্রথম এনালগ স্পেস মিশন শুরু করেছে। একটি গ্রহের অভ্যন্তরে প্রাণের অনুকরন করে তার খুঁটিনাটি পর্যালোচনা করবে এই মিশন। অদূর ভবিষ্যতে চাঁদে মনুষ্য অভিযানের পরিকল্পনার প্রেক্ষিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। মঙ্গল এবং চাঁদের সঙ্গে ভৌগলিক বইশিশটের মিল থকায় এই মিশনের জন্য লাদাখকে বেছে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে, ISRO বলেছে, লেহ-তে অ্যানালগ স্পেস মিশন হল হিউম্যান স্পেসফ্লাইট সেন্টার, ISRO, AAKA স্পেস স্টুডিও, লাদাখ ইউনিভার্সিটি, আইআইটি বোম্বে, এবং লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল এর যৌথ উদ্যোগ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, লাদাখে অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের মাত্র ৪০ শতাংশ হওয়ায় গবেষকদের মঙ্গল গ্রহের মতো পরিস্থিতির মূল্যায়ন করতে সুবিধা হবে।
Site Admin | November 3, 2024 12:13 PM