আইএসএল ফুটবলে আজ সন্ধ্যায় যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ও চেন্নাইয়িন এফসির মধ্যে খেলা ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।
প্রথমার্ধে চেন্নাইয়িন ১-০ গোলে এগিয়ে ছিলো। মহামেডানের হয়ে মনভীর সিং ও লালরেমসাঙ্গা ফানাই গোল করেন। চেন্নাইয়িনের হয়ে পি সি লালদিনপুইয়া ও এল পি ব্রামবিলা গোল করেন। খেলার একেবারে শেষ লগ্নে লালদিনপুইয়া লাল কার্ড দেখেন।
এই ম্যাচ ড্র হওয়ার পর ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বাদশ স্থানেই রইলো মহামেডান।সমসংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে লিগতালিকায় দশম স্থানেই রইলো চেন্নাইয়িন।