মোহনবাগান সুপার জায়ান্ট আজ ISL ফুটবলে মুম্বাই সিটি এফ সি, র বিরূদ্ধে খেলবে। মুম্বাই ফুটবল এরিনায় খেলা শুরু হবে বিকেল পাঁচটায়।মোহনবাগান ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে।অন্যদিকে মুম্বাই সিটি এফ সি ২১ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে আছে।মোহনবাগান ইতিমধ্যেই লিগ শিল্ড জয় করেছ। কোচ হোসে মোলিনা বলেছেন জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর লক্ষ্য।
Site Admin | March 1, 2025 8:41 AM
ISL ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বাই সিটি এফ সির মুখোমুখি
