আই আই টি দিল্লি ও প্রসারভারতীর উদ্যোগে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে, দু-দিনের রোবট কম্পিটিশন ডিডিরোবকন ইন্ডিয়া – ২০২৪। দেশের ৪৫-টিরও বেশি কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাড়ে সাতশোর মতো ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দেবেন। ডিডিরোবকনের বিজয়ী দল আন্তর্জাতিক এশীয় প্রশান্ত মহাসাগরীয় ব্রডকাস্টিং ইউনিয়ন রোবকন – ২০২৪-এ ভারতে প্রতিনিধিত্ব করবে। এই প্রতিযোগিতা হবে ভিয়েতনামের কুয়াংনিনে।
আই আই টি দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিডিরোবকনের উদ্দেশ্য হল, ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের রোবোটিক্স ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন, উদ্ভাবনীশক্তি এবং টিম ওয়ার্কের মানসিকতা গড়ে তোলা। এই কম্পিটিশনে বিভিন্ন রোবট নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। আই আই টি দিল্লিতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য সেখানকার অধ্যাপক এস কে সাহা প্রসারভারতীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।