উত্তরাখন্ডের চামোলী জেলার বদ্রীনাথ ধামে ভারত-তিব্বত সীমান্ত লাগোয়া মানা গ্রামের কাছে তুষারধসে চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চলছে। সেনাবাহিনী, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ, কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সীমান্ত সড়ক সংগঠন, স্বাস্থ্য দপ্তর, স্থানীয় প্রশাসন, রাজ্য অসামরিক উড়ান বিকাশ নিগম এবং বায়ুসেনা, কাঁধে কাঁধ মিলিয়ে বরফের নীচে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের নিরাপদে উদ্ধারের আশা ক্রমশঃ ক্ষীণ হয়ে আসছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জেলাশাসক সন্দীপ তিওয়ারিকে সম্ভাব্য সবরকম উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতসন্ধ্যায় তিনি এক জরুরী বৈঠক করেন। আজ আবহাওয়ার পরিস্থিতি ঠিক থাকলে, মুখ্যমন্ত্রী ধামী ঘটনাস্থল পরিদর্শন করবেন। বিমানবাহিনীর পক্ষ থেকে সেখানে যাওয়ার ছাড়পত্র মিলেছে। আজ সকাল থেকে শুরু হবে হেলি রেসকিউ অভিযান।
উল্লেখ্য, গতকাল এক তুষারধসে প্রথমে ৫৭ জনের চাপা পড়ে যাওয়ার কথা জানানো হলেও, পরে জানা যায় দুই শ্রমিক ছুটিতে ছিলেন। রাত পর্যন্ত ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। আরো ২২জন এখনো নিখোঁজ।