ICC অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ-এর ম্যাচে ভারত আয়োজক দেশ মালয়েশিয়াকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। আজ কুয়ালালামপুরে ভারত টসে জিতে মালয়েশিয়াকে ব্যাট করতে পাঠায়।
মালয়েশিয়া প্রথমে ব্যাট করে ১৪ দশমিক তিন ওভারে ৩১ রানে সকলে আউট হয়ে যায়। ভারত মাত্র ২ দশমিক পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ভারতের পক্ষে বৈষ্ণবী শর্মা ৫ উইকেট, আয়ুষি শুক্লা ৩ উইকেট নেন।
প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে।