HIZB- UT- TAHRIR এবং তার সমস্ত শাখা সংগঠনকে কেন্দ্রীয় সরকার, বেআইনী কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করেছে।এক গেজেট বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, এই সংগঠন সন্ত্রাসবাদী তৎপরতায় অর্থ যোগানো সহ আইসিসের মতো জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য যুবকদের প্ররোচিত করার কাজে যুক্ত। মন্ত্রক আরো জানিয়েছে, ভারত সহ বিভিন্ন দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার কে জিহাদ ও জঙ্গি কার্যকলাপের মাধ্যমে উৎখাত করে ইসলামিক ও খলিফা শাসন কায়েম করাই এদের লক্ষ্য।
এদিকে NIA, ভারত বিরোধী ষড়যন্ত্রে HIZB UT TAHRIR এর
যুক্ত থাকার মামলায় মূল অভিযুক্তর চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বহু আপত্তিকর নথিপত্র ও যন্ত্র পাতি আটক করেছে। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়া এবং পাকিস্তান থেকে সামরিক সাহায্য আনার কাজে এরা যুক্ত বলে জানা গেছে।