মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 5, 2025 8:48 PM

printer

CSIR,এখন থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বহুল ব্যবহৃত যন্ত্রণা উপশমকারী এবং জ্বরের ওষুধ প্যারাসিটামল তৈরি করতে পারবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ ঘোষণা করেছেন ,কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, CSIR,এখন থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বহুল ব্যবহৃত যন্ত্রণা উপশমকারী এবং জ্বরের ওষুধ প্যারাসিটামল তৈরি করতে পারবে। নতুন দিল্লিতে আজ CSIR এর  প্রতিষ্ঠা দিবসে তিনি বলেন, এই উদ্ভাবনের লক্ষ্য হল প্যারাসিটামল তৈরির ক্ষেত্রে স্বনির্ভরতা এবং এই ওষুধ তৈরির কাঁচামাল আমদানির উপর নির্ভরতা কমানো।

     ডক্টর সিং এ ধরনের একগুচ্ছ উদ্ভাবনের কথা প্রসঙ্গে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি এন্টিবায়োটিক ন্যাফিথ্রোমাইসিনের কথা উল্লেখ করেন। এই অ্যান্টিবায়োটিক, atypical এবং typical উভয় ধরনের ড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসাতে ব্যবহৃত হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন