মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 12:09 AM

printer

CBI- এর আবেদনে সাড়া দিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য আদালত অনুমতি দিয়েছে। প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তও করবে সিবিআই।

সিবিআই এর আবেদনে সাড়া দিয়ে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য আদালত অনুমতি দিয়েছে । আজ শিয়ালদহ আদালত সন্দীপ সহ মোট  সাতজনের পলিগ্রাফ টেস্ট এর জন্য সম্মতি দিয়েছে। এর মধ্যে  সন্দিপ ছাড়াও রয়েছেন ধৃত সঞ্জয়, চার চিকিৎসক ও  এক সিভিক ভল্যান্টিয়ার। গতকাল আদালতে তাদের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল সিবিআই।  

এদিকে, সন্দীপ ঘোষকে আজ ও আবার CGO কমপ্লেক্সে জেরা করা হয়। এই নিয়ে অষ্টম দিনে  তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI।  

আর জি করের ঘটনায় ৮ থেকে ১৫ ই আগস্ট কর্তব্যরত পুলিশ কর্মীদের মধ্যে ১০ জনকেও সিবিআই আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চলেছে ভিডিওগ্রাফিও।  

ওই তরুণী PGT চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়  ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আজ আবার শিয়ালদা আদালতে তোলা হয়। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

এদিকে,কেন্দ্রীয় তদন্ত ব্যুরো  সিবিআই,  আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও তদন্ত করবে । রাজ্য সরকার আগে এর জন্যে  চার সদস্যের  বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল।  কিন্তু তা খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আজ সিবিআইকে তদন্তভার দেওয়ার নির্দেশ দেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তভার ইডি-কে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করেন ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তবে একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআই করবে বলে জানিয়েছে হাইকোর্ট। তিন সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।

অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আদালতের নির্দেশে ছুটিতে পাঠানো হয়েছে। তাঁকে স্বাস্থ্য দফতরের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে বলে বিভিন্ন মহলে যে প্রচার চলছে তা ভিত্তিহীন বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ  স্বাস্থ্য ভবনে এক সাংবাদিক বৈঠকে জানান সন্দীপ ঘোষ বর্তমানে ছুটিতে রয়েছেন। ন্যাশনাল মেডিকেল কলেজে তাঁর পোস্টিং বাতিল করা হয়েছে।

আন্দোলনকারী চিকিৎসকদের ফের কাজে ফেরার আর্জি জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশমতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত ও পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। আর জি করের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনী ।

তিনি আরও বলেন, চিকিত্সকদের কর্মবিরতির জেরে সব থেকে সমস্যায় পড়ছেন গরিব রোগীরা। কারণ তারাই সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর সব থেকে বেশী নির্ভরশীল। তাই রোগীস্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগদানের অনুরোধ করেন স্বাস্থ্যসচিব।

আর জি কর হাসপাতালের জুনিয়ার চিকিত্সকেরা অবশ্য  তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। আন্দোলনরত চিকিত্সকদের এক প্রতিনিধি দল আজ সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে তদন্তের গতি প্রকৃতি জানতে চান। দু পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা কথাবার্তা হয়। পরে চিকিত্সকেরা সাংবাদিকদের বলেন, তদন্তের বিষয় এখনই কিছু প্রকাশ করা যাবে না বলে সিবিআইয়ের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। তদন্তের অগ্রগতি তাদের কাছে সন্তোষজনক নয় বলে জানিয়ে আন্দোলনকারীরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়েছেন।

১১ দিনের কর্মবিরতির পর কল্যাণী এইমসের আন্দোলনরত চিকিত্সকরা আজ কাজে যোগ দিয়েছেন।

অন্যদিকে, নির্যাতিতার বাবা-মা আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রয়োজনে তাদের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন। মর্মান্তিক ঐ ঘটনার ১৪ দিনের মাথায় তাঁরা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবী করেন, কর্তব্যরত একজন চিকিত্সকের সঙ্গে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় কাউকে আড়াল করার চেষ্টা চলেছে।  নির্যাতিতার অভিভাবকরা সিবিআই সঠিক তদন্ত করবে বলেও আস্থা প্রকাশ করেন । 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন