৭৬ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লীর কর্তব্য পথে শক্তি প্রদর্শনে সেনাবাহিনী সম্পূর্ণ ভাবে তৈরি। মেজর জেনারেল সুমিত মেহতা আজ নতুন দিল্লীতে জানান, এই বছর সেনার একটি মাউন্টেড column, ৮ টি mechanised column এবং ৬ টি marching কন্টিনজেন্ট থাকবে। তিনি জানান, যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা এবং DRDO র প্রলয় অস্ত্র ব্যবস্থাও থাকছে।
ভীষ্ম T 90 ট্যাঙ্ক, নাগ মিসাইল সিস্টেম, বজরঙ লাইট স্পেশালিস্ট ভেহিকল, নানদিঘোষ কুইক রিয়াকশন ফোর্স ভেহিকল, ব্রাহ্মস, অগ্নিবান, পিনাকা, আকাশ অস্ত্র সিস্টেম প্রদর্শনীতে অংশ নেবে। এছাড়াও, রয়েছে সশস্ত্র বাহিনীর মার্চিং কন্টিনজেন্ট, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও এন সি সি। ২৬ শে জানুয়ারি সকাল ১০:৩০ মিনিটে প্যারেড শুরু হবে, চলবে ৯০ মিনিট পর্যন্ত।
সেনাবাহিনীর সিগন্যাল কোরের ক্যাপ্টেন ঋতিকা খারেটা এই বছর সেনার মার্চিং কনটিনজেন্টের নেতৃত্বে থাকবেন। প্রধান অতিথি দেশ ইন্দোনেশিয়ার কনটিনজেন্ট এবং ব্যান্ড সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে। বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রকের ২৬ টি ট্যাবলো থাকবে প্যারেডে, যা ভারতবর্ষের বৈচিত্র্য ও সাংস্কৃতিক পরম্পরাকে তুলে ধরবে।
উল্লেখ্য এই বছরের ট্যাবলোগুলির মূল ভবনা হল Swarnim Bharat : Virasat aur Vikas।