মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 23, 2025 9:49 PM

printer

৭০ সদস্যের দিল্লী বিধানসভা নির্বাচনে প্রচারপর্ব জোরদার হয়ে উঠেছে।

৭০ সদস্যের দিল্লী বিধানসভা নির্বাচনে প্রচারপর্ব জোরদার হয়ে উঠেছে। বিজেপি, আম আদমী পার্টি এবং কংগ্রেস তাদের প্রার্থীদের সমর্থনে রোড শো, জনসভা করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বিকেলে কিরাডি, কারোলবাগ এবং জনকপুরী নির্বাচনী কেন্দ্রে প্রচার অভিযান চালান। অন্যদিকে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী পালাম এবং দিল্লী ক্যান্টনমেন্টে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মাদিপুর এবং রোহিনী বিধানসভা কেন্দ্রে জনসভা করেছেন।

আম আদমী পার্টির নেতা সঞ্জয় সিং মোতিনগর এবং মডেল টাউন বিধানসভা কেন্দ্রে প্রচার চালাবেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান কস্তুরবা নগরে রোড শো করেছেন। এরপরে তার মেহরোলি এবং ছাতারপুর বিধানসভা কেন্দ্রে জনসভায় যোগ দেন।

প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী মুস্তাফাবাদ কেন্দ্রে দলের প্রার্থীর হয়ে এক জনসভা করেন। দিল্লী কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব এবং দলের অন্যান্য বরিষ্ঠ নেতারা আজ বিকেলে দিল্লী বিধানসভা নির্বাচন উপলক্ষে দলের থিম সং প্রকাশ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন