মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 16, 2024 8:03 PM

printer

৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে।

৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে। কান্তারা সিনেমায় অসাধারণ পারফর্মেন্সের জন্য ঋষভ শেট্টি সেরা অভিনেতার পুরষ্কার পাচ্ছেন। সেরা অভিনেত্রী নিত্যা মেনন । তামিল চলচ্চিত্র তিরুচিত্রম বালম-এর জন্য তিনি পুষ্কৃত হয়েছেন।

অন্যদিকে গুজরাটি চলচ্চিত্র কচ্ছ এক্সপ্রেস এর জন্য সেরা অভিনেত্রীর  সম্মান পেয়েছেন মানসি পারেখ। সেরা কাহিনী চিত্রের সম্মান পেয়েছে মালয়ালী সিনেমা অট্টম। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন উচাই সিনেমার জন্য সুরজ বরজাতিয়া।  হিন্দি চলচ্চিত্র গুলমোহর সেরা পুরস্কার পেয়েছেন। নেপথ্য পুরুষ কণ্ঠের সেরা স্বীকৃতি পেয়েছেন অরিজিত সিং। সেরা মহিলা কণ্ঠ শিল্পী বোম্বে জয়শ্রী

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন