৭০ আসন বিশিষ্ট দিল্লী বিধানসভায় আগামী ৫ই ফেব্রুয়ারী ভোট নেওয়া হবে। নতুন দিল্লীতে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের দিনক্ষন ঘোষণা করেন। গণনা ৮ ই ফেব্রুয়ারি। রাজীব কুমার জানান, ভোটের বিজ্ঞপ্তি চলতি মাসের ১০ তারিখে প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ ই জানুয়ারি। প্রায় ১ কোটিরও বেশি ভোটার ১৩ হাজার ৩৩ টি পোলিং স্টেশনে ভোটদানে অংশ নেবেন।
মুখ্য, ইলেকশন কমিশনার ই ভি এম কারচুপি, বিকেল ৫ টার পর ভোটদানের হার বাড়ানো এবং গণনা প্রক্রিয়া ধীর গতিতে করার সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তিনি বলেন, ইভিএম গুলিতে যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত সবকিছু পরীক্ষা করে দেখা হয়েছে এবং ভোটদানের হার পরিবর্তন করা অসম্ভব। ভারতের নির্বাচন প্রক্রিয়া বিশ্বে দরবারে প্রশংসিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।