মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 5, 2025 9:39 AM

printer

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন আজ। সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন আজ। সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। এক কোটি ৫৬ লক্ষ ভোটার ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। 

 এই নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী অতিশী, মন্ত্রী গোপাল রাই, বিজেপির বিজেন্দ্র গুপ্তা, প্রবেশ ভার্মা, রমেশ বিধুরী, কৈলাস গেহলত, কংগ্রেসের সন্দীপ দীক্ষিত হারুন ইউসুফ এবং অলকা লাম্বা প্রমুখ।

 নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ১৩,৭০০ বুথ রয়েছে। ৭০টি করে ভোট কেন্দ্র মহিলাদের দ্বারা এবং দিব্যাঙ্গজনেদের দ্বারা পরিচালিত। এক লাখ আশি হাজার ভোট কর্মী মোতায়েন করা হয়েছে। ১ কোটি ৫৬ লাখ ভোটারের মধ্যে ৮৩ লাখ পুরুষ এবং ৭২ লাখ মহিলা ভোটার রয়েছেন। ৭৮৩ জন ভোটারের বয়স ১০০-এর উপর। 

 দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন