৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ। গোটা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। ভোট শুরু হবে সকাল ৭টায়। চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। ১ কোটি ৫৬ লক্ষের বেশী ভোটার ৬শো৯৯ জন অরার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। শনিবার ভোটগণনা।
এজন্য নির্বাচন কমিশন ১ লক্ষ ৮০ হাজারের বেশী নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে।
দিল্লির উপ রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা আগামী কালের গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষকে সার্বিক অংশগ্রহণের আবেদন জানিয়েছেন। এক বার্তায় শ্রী সাকসেনা বলেছেন ভোটের মাধ্যমেই সাধারণ মানুষের বক্তব্যের প্রতিফলন ঘটে এবং মানুষ পরোক্ষভাবে পথ নির্দেশক হয়ে দাঁড়ায়।তিনি বলেন শক্তিশালী গণতন্ত্রের পক্ষে মানুষের এই অংশগ্রহণ অত্যন্ত জরুরী।দিল্লির ভবিষ্যৎ সুগঠিত এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানান তিনি।
একইসঙ্গে আগামীকাল উত্তরপ্রদেশের মিল্কিপুর এবং তামিলানাড়ুর ইরোদ পূর্ব বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হবে।