৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এ জন্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭ টায়, চলবে সব্ধে ৬ টা পর্যন্ত। ১ কোটি ৫৬ লক্ষেরও বেশী ভোট দাঁত্যা ৬৯৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে।
এর জন্যে প্রচার শেষ হয়েছে গতকাল। ভোট গণনা শনিবার ৮ই ফেব্রুয়ারি।
উল্লেখ্য, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন , নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে। মোতায়েন করা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার ভোট কর্মী। ভোটের আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২২০ কোটি টাকারও বেশি নগদ, মদ, মাদক ও মুল্যবান ধাতু উদ্ধার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৮ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে।২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য প্রায় ২০ গুন।
আদর্শ আচরণ বিধি বলবত হওয়ার পর থেকে সি ভিজিল আপের মাধ্যমে ৭ হাজার ৪৯৯ টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৩২ টি বকেয়া রয়েছে।
এদিকে, নির্বাচন কমিশন ,দিল্লি বিধানসভা উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু বিধানসভার একটি আসনের উপনির্বাচনের জন্য বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী কাল ভোটগ্রহণের দিন সকাল ৭ টা থেকে বিকেল সাড়ে ছটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে ।ওই বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন টেলিভিশন ও রেডিও চ্যানেল সহ সমস্ত গণমাধ্যমকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। ভোট দান পর্বের ৪৮ ঘন্টা পর্যন্ত ইলেকট্রনিক্স মাধ্যমে জনমত সমীক্ষা সম্প্রচারের ওপরেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে।