মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 22, 2025 6:11 PM

printer

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য জোরকদমে চলছে প্রচারাভিযান।

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য জোরকদমে চলছে প্রচারাভিযান। প্রবীন বিজেপি নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় নমো অ্যাপের মাধ্যমে বিজেপির বুথ স্তরের কর্মীদের সঙ্গে এক আলোচনায় যোগ দেন। আম আদমি পার্টির প্রতি তীব্র আক্রমণ শানিয়ে শ্রী মোদী অভিযোগ করেন, দিল্লির শাসক দল, নির্বাচনে পরাজিত হবে বুঝতে পেরে প্রতিদিন একাধিক প্রতিশ্রুতি দিয়ে চলেছে। আপের প্রকৃত স্বরূপ জনগণের সামনে তুলে ধরতে বিজেপি কর্মীদের প্রতি আহ্বান জানান। আম আদমি পার্টি ও কংগ্রেস দিল্লির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন শ্রী মোদী।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সন্ধ্যায় সদর বাজার বিধানসভা এলাকার ইন্দ্রলোকে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় ভাষণ দেবেন।

   আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং দলের নেতা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও আজ শহরের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন