বেশ কিছু কর্মসূচী নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত দশ দিনের সফরে রাজ্যে আসছেন। আগামী সাতই ফেব্রুয়ারি তিনি কলকাতায় এসে পাঁচদিন বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। পরের পাঁচদিন তিনি বর্ধমানে থাকবেন বলে জানা গিয়েছে।
এদিকে, ২২ জানুয়ারি প্রকৃত স্বাধীনতা দিবস বলে মোহন ভাগবত যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কঠোর সমালোচনা করেছেন। সংঘ চালকের ঐ মন্তব্য দেশ বিরোধী বলে তাঁর দাবি। নবান্নে আজ এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এধরনের মন্তব্য করে দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।