দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসে উত্তরপ্রদেশের পুরুষ কাবাডি দল, চণ্ডীগড়কে ৫৭-৪৩ হারিয়ে ৩ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো জাতীয় গেমস ২০২৫-এ স্বর্ণপদক জিতেছে। শেষবার, উত্তরপ্রদেশ ২০২২ সালে স্বর্ণ জিতেছিল।
মহিলা কাবাডিতে, হিমাচল প্রদেশ ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ২৭-২২ ব্যবধানে জয়লাভ করে শিরোপা জিতেছে।