৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হবে। বিকেলে উৎসবের উদ্বোধন হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও আর্জেন্টিনার বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পাবলো জাস্টিনো সিজার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। সেদেশের কুড়িটি কাহিনীচিত্র প্রদর্শিত হবে।
উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে জানান, এবার ২৯টি দেশের ১৭৫টি ছবি নির্বাচন করা হয়েছে। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব “আর বালকি”। কমিটির চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ জানিয়েছেন, সিনেমা দেখা ছাড়াও থাকছে সেমিনার ও আলোচনা অনুষ্ঠান।
Site Admin | December 4, 2024 11:32 AM
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে
