মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 6, 2025 8:33 AM

printer

২৫ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের মোকাবিলা করবে।

২৫ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের মোকাবিলা করবে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৫০ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছ। টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান তোলে। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ স্কোর। রাচিন রবীন্দ্র ১০৮, কেন উইলিয়ামসন ১০২ রান করেন।লুঙ্গি এনগিডি তিন উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রান তুলতে সমর্থ হয়। ডেভিড মিলার ১০০ রানে অপরাজিত থাকেন। রাসি ভ্যান দার দুসেন ৬৯, অধিনায়ক টেমবা বাভুমা ৫৬ রান করেন। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার তিন , গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন। রাচিন রবীন্দ্র ম্যাচের সেরা হয়েছেন। রবিবার দুবাইতে  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন