২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার জন্য মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন দিল্লিতে আজ বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি আজ বিকশিত ভারত গঠনের বিষয়টির ওপরে গুরুত্ব দেন। এদিনের বৈঠকের মূল লক্ষ্য ছিল “বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেই ভারতের ভারতের উন্নয়নের গতি বজায় রাখা”।
বৈঠকে অংশগ্রহণকারীরা তাদের মূল্যবান মতামতে ভু রাজনৈতিক উত্তেজনা ও সেই সংক্রান্ত চ্যালেঞ্জ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, চাকরি বাজারের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় রক্ষার বিষয়কে গুরুত্ব দেন। সেই সঙ্গে বেসরকারি বিনিয়োগ, গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, নীতি আয়োগ এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি ভি আর সুব্রামানিয়াম সহ বিশিষ্ট আধিকারিকরা।
চলতি মাসের ৬ তারিখ থেকে ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটের জন্য মতামত গ্রহণ শুরু হয়। আগামী পহেলা ফেব্রুয়ারি 2025 26 অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা।