২০৩৬ সালে অলিম্পিক এবং প্যারালিম্পিক্স আয়োজন করতে চেয়ে ভারতীয় অলিম্পিক সংস্হা আই ও এ , আন্তর্জাতিক অলিম্পিক কমিটি – আই ও সি-র ভবিষ্যত আয়োজক কমিশনকে চিঠি দিয়েছে। গত মাসেই এই চিঠি পাঠানো হয় বলে জানা যায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩৬-এ অলিম্পিক আয়োজন করার ব্যাপারে তার সরকারের সদিচ্ছার কথা জানান। গত বছর মুম্বাই-এ আয়োজিত আই ও সি-র ১৪১-তম অধিবেশনেও বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
২০২৮ সালে অলিম্পিকের আয়োজন করবে লস অ্যাঞ্জেলস। পরের অলিম্পিক ২০৩২-এ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ২০৩৬-এ অলিম্পিক আয়োজনের ব্যাপারে ইতিমধ্যেই ভারতের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ৯-টি দেশ। সেই অলিম্পিক এশিয়ায় আয়োজন করা যায় কিনা, তা খতিয়ে দেখবে আই ও সি।