২০৩০ এর কমনওয়েলথ গেমসের শতবর্ষে ভারত এই প্রতিযোগিতাটির আয়োজন করার জন্য সরকারিভাবে তার ইচ্ছা প্রকাশ করেছে। ভারতের কমনওয়েলথ এসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার জানিয়েছেন, আমেদাবাদ এই আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুত।
উল্লেখ্য 2036 এর অলিম্পিক গেমস আয়োজনের ব্যাপারেও ভারত আগ্রহ দেখিয়েছে । সেই হিসাবে ২০৩০ এর শতবর্ষের কমনওয়েলথ গেমস আয়োজন ভারতের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা হয়ে উঠতে পারে । শুধু ক্রীড়াক্ষেত্রেই নয় অর্থনৈতিক ক্ষেত্রেও ভারতের সম্মান মর্যাদাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পি টি ঊষা জানিয়েছেন কমনওয়েলথ গেমস ফেডারেশন অবশ্যই ভারতের এই প্রস্তাব বিবেচনা করবে।