২০২৫ সালের ফিফা এশিয়া কাপে পুরুষদের যোগ্যতা অর্জনকারী খেলায় মানামার খলিফা স্পোর্টস সিটিতে গতকাল এক রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় বাস্কেটবলের পুরুষ দল ৮১-৭৭ এ বাহারিন’কে হারিয়ে দিয়েছে। পুরো সময়ে ভারত দুর্দান্ত খেলে বাহারিন’কে পরাজিত করেছে। বিরতি পর্যন্ত ভারত এগিয়ে ছিল ৩৯-৩৮ এ এবং চূড়ান্ত সময়ে ভারতীয় দল ৬২-৫৫ তে জয়ী হয়। ভারত এর আগে ২০১৩ সালে বাহারিন কে হারিয়েছিল। ভারতের পক্ষে অসাধারণ খেলেছেন হার্শ দাগার, গুরবাজ সান্ধু এবং কানওয়ার সান্ধু।
Site Admin | March 23, 2025 6:01 PM
২০২৫ সালের ফিবা পুরুষ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।
